ছেলেবেলা কেটে গেছে আসবে না ফিরে
সেই বন্ধু সেই মাঠ ডাকে না আমারে।।
কত খেলা খেলে যেন কেটে গেছে বেলা
বৈশাখ মাসের রোদে বসাতাম মেলা।
ধূলিমাখা দেহ নিয়ে যেতাম পুকুরে।।
পুকুরে গোসল দিতে খেলতাম খেলা
লুকোচুরি খেলা মাঝে ভাত হত গেলা।
সেই দিন মোরে ছেড়ে কেন গেল দূরে।।
রচনা কাল : ০৪/০৪/২০১৮ ইং