চাই না আমার ঘরে এসে কষ্ট পাও
গরীবের ঘরে জন্ম তুমি শুনে নাও।।
আমার সাথে চলতে পারবে না তুমি
হৃদয়টা পুড়ে পুড়ে হবে মরুভূমি।
মন মত পাবে না ক যদি কিছু চাও।।
অভাবের সাথে আমি কাটাই জীবন
তোমার ঘরেই আছে সূর্যের কিরণ।
আমার আঁধার ঘর যাও ফিরে যাও।।
রচনা কাল : ০৬/০৯/২০১৮ ইং