বুঝলে মনের কথা হবে চন্দ্র তারা
ডাকলে গভীর রাতে তবু দিবে সাড়া।।


ঘরের বাহিরে এসে শুধু খুঁজে যাবে
কোথায় আমার দেখা বলো তুমি পাবে।
হৃদয় ভেতর আছি হয়ে পথহারা।।


গোধূলি বেলায় যাবো যমুনার কূলে
সেখানে মনের কথা দিও সব খুলে।
আসবে নিশ্চয় জানি ফেলে দুই পাড়া।।


হাসবে কথার মাঝে মিষ্টি ভরা মুখে
দুলবে পরাণ পাখি যেন মহাসুখে।
বইবে হৃদয়ে এক তবে প্রেম ধারা।।


রচনা কাল : ২১/১২/২০১৮ ইং