বুঝে শুনে এলে বুঝি এই পথ ধারে
প্রেম সুরে মন ভরে ডাকো বারে বারে।
সাড়া দিলে হাসি মুখে করো পলায়ন
দূরে গিয়ে ইশারাতে খুলে দাও মন।।
তোতা পাখি গানে গানে মিষ্টি সুরে কয়
এই ভাবে মন প্রাণ বড় সুখী হয়।
ছোঁয়া দিলে ফুলে ফুলে ভরে যায় বন।।
তুমি এলে বুকে টেনে নিতে পথ বাঁকে
সাত রঙে দেহ মন সেজে বুঝি থাকে।
ভালবেসে দু'জনায় হবো খাঁটি ধন।।
রচনা কাল : ০১/১১/২০১৮ ইং