বৃষ্টি মাঝে খেয়াপারে কোন তরী নাই
নিলাকাশ মেঘে ঢাকা যেন কালো ছাই।।


একেলা আঁধার মাঝে বসি নদী কূলে
কিছুক্ষণ পরে ঢেউ ওঠে দুলে দুলে।
মেঘ ডাকে ঝড় ওঠে কোথা মেলে ঠাই।।


নিশিরাত বলে তাই লাগে মনে ভয়
এই ঝড়ে বন্ধু মোর কাঁদছে নিশ্চয়।
অসুস্থ বন্ধু আমার তার কেহ নাই।।


রচনা কাল : ০৯/০৫/২০১৮ ইং