বৃষ্টি আসে দিনে রাতে রোদেলা তো নাই
সে না এলে ভোর বেলা মজা নাহি পাই।।


শ্রাবণের বারি ধারা ঝরছে শুধুই
বিছানা ডাকে বলেই বার বার শুই।
এত বৃষ্টি শুধু বৃষ্টি নেই তো কামাই।।


গাছ পালা তরুলতা বৃষ্টি ফোটা বাড়ে
নুয়ে পড়েছে সবাই পথের দু'ধারে।
কাদা ভরা মেঠো পথে হাঁটতে ডরাই।।


রচনা কাল : ২৫/০৭/২০১৮ ইং