বসন্তের সাত রঙে রাঙিও আমায়
সারাক্ষণ পাশে থাকো মন শুধু চায়।।
আমি ডাকবো যখন এই মুখ ফুটে
সূর্যের আলোর বেগে তুমি এসো ছুটে।
ভালবাসা দিও নিও দারুন ছোঁয়ায়।।
কাজল আঁখি তোমার দেখে মন শুধু
হবে কি আমার তুমি আদরের বধূ।
ঘুমহারা রাত শুধু তোমাকে যে চায়।।
রচনা কাল : ০৬/০২/২০১৮ ইং