বর্ষার জলের মত ছুটে ছুটে যাবো
অজানা অচিন দেশে তারে খুঁজে পাবো।।
মন বুঝে মনটারে দিয়েছি সাদরে
আমায় রাখবে জানি কত না আদরে।
মেসেঞ্জারে কবে তারে বলবো আসবো।।
খুব খুব খুব করে কবে সে আমায়
বলবে সে আসো তুমি মন শুধু চায়।
নিরব নিথর পথ চেয়ে যে থাকবো।।
রচনা কাল : ১১/০৭/২০১৮ ইং