বুকে আছে ভালবাসা মনে আছো তুমি
তাইতো এ ভুবনেতে বড় সুখী আমি।।
হারাবে না কোনদিন জানি আমি জানি
থাকবে আমার তুমি মানি আমি মানি।
সুখে তাই হাসি কাঁদি সারা বেলা আমি।।
নিশিতে সুখের দেখা মেলে বারে বার
তুমি হাসো তাই বলে সুখ আসে ধার।
নীরবে আমার কথা ভাব বলে তুমি।।
রচনা কাল : ০৫/০২/২০১৮ ইং