বন্ধু তুমি কত দূরে কাছেতে আসো না
আগের মত আমায় ভাল কি বাস না।।
সময়ের ব্যবধানে ভুলে গেছো নাকি
পাশাপাশি চলিবার রয়ে আছে বাকী।
মিষ্টি মিষ্টি কত গান করে যে ছলনা।।
হাসে মাঝে দুঃখ ভরা জীবনে আমার
দেখে না তো তাই ব্যথা কেহ একবার।
তুমি কি সবার মত ভুলেও দেখ না।।
রচনা কাল : ৩১/০১/২০১৮ ইং