বন্ধ করো মিথ্যাচার পাপাচারী খেলা
একদিন শেষ হবে জীবনের বেলা।
দিন গেলে দিন ফিরে নাহি আর আসে
অশ্রু জলে স্মৃতি গুলো ব্যথা হয়ে ভাসে।।
আজি ধরো সত্যটারে বুকে নাও টেনে
সর্বক্ষণে হবে জয় এটা যাও জেনে।
দুশ্চিন্তায় থাকো বসে মিথ্যা সুখ হাসে।।
বেশি নয় অল্প মাঝে সুখ করে বাস
ভোগ নয় ত্যাগে মেলে শান্তি বারোমাস।
চোখ মেলে এক মনে দেখো আশেপাশে।।
রচনা কাল : ০৭/১২/২০১৮ ইং