বন্ধু হয়ে কত জনে দূরে চলে যায়
প্রেমিকাও দূরে গিয়ে কত যে কাঁদায় ।।
চাই না বন্ধু ও প্রেম চাই করে বধূ
সারাক্ষণ রবে পাশে তিতায় ও মধু।
যাবে না কষ্টের মাঝে ছেড়ে যে আমায়।।
ভুল বুঝে অভিমানে মুখ রবে শুকে
সেই ভুল ভেঙে দিয়ে টেনে নিবো বুকে।
দু'টি মুখ দিবানিশি দেখা যেন পায়।।
রচনা কাল : ২০/০৮/২০১৮ ইং