বন্ধু হতে চেয়ে ছিল আমি মানি নাই
বধূ হয়ে স্বপ্নে আছে তারে যে জানাই।।


তার লাগি মন প্রাণ করে যে কেমন
মনে হয় ঝড় এসে ভাঙে দেহ মন।
তার বুকে যত্নে গড়া সুখ খুঁজে পাই।।


কেমনে সুখের দ্বার খুলে যেতে হয়
জানা নেই তাই বুঝি প্রেম পুড়ে ক্ষয়।
অন্ধকারে তার নামে কত গান গাই।।


রচনা কাল : ১০/০৭/২০১৮ ইং