বন্ধু আজ দূরে গিয়ে কার গান গায়
সেই গান ব্যথা হয়ে মনে উছলায়।।
আকাশের তারা গুলো আজো জ্বলে রয়
স্বপ্ন গুলো মন জুড়ে নিশিরাতে বয়।
বৃক্ষে ছিল যত ফুল সব ঝরে যায়।।
এক ডালে দিবানিশি ছিল দু'টি পাখি
দূরে গেল ভুল বুঝে জলে ভাসে আঁখি।
প্রাণে বাজে শুধু স্মৃতি বুকে নাহি বল
চোখ দু'টি কেন জানি করে ছলছল।
আজো বুঝি মন প্রাণ তারে কাছে চায়।।
রচনা কাল : ০৯/১১/২০১৮ ইং