বলে ছিলি ভুলে যাবি লাগে তাই ভয়
সেই তুই ভুলে গিয়ে কাঁদালি আমায়।।
একদিন না দেখলে থেমে যেত হাসি
খাতা ভরে লিখে যেতি তোরে ভালবাসি।
আজ তোর মন কেন অন্য বুকে রয়।।
ব্যথা ভরা এ অন্তর কাঁদে দিবানিশি
বুঝিস না রে এ বুকে জ্বালা কত বেশি।
এত ব্যথা এই বুকে নাহি আর সয়।।
রচনা কাল : ২৭/১০/২০১৭ ইং