বৈশাখের মাঝামাঝি রৌদ্র ভরা দিনে
এসো তুমি কাছাকাছি ছায়া দিবো কিনে।।
ভালবাসি যদি বলো সুখ লাগে প্রাণে
কষ্ট গুলো ঝরে না তো আর কোন গানে।
এত ভাল লাগে কেন না দেখারে চিনে।।
চাঁদ মামা পূর্ণ ওঠে আলো দেয় জ্বেলে
সে আলোতে স্বপ্ন দেখে মন যেন খেলে।
সুখে যেন দুঃখ আসে শুধু তুমি বিনে।।
রচনা কাল : ০১/০৫/২০১৮ ইং