বহু পূর্বে দেখা স্বপ্ন জাগে আজ প্রাণে
ফিরে দেখা সেই মুখ ফোটে গানে গানে ।।


কত বেদনায় মোরে ছেড়ে গেল দূরে
বুক যেন যায় ভেসে অশ্রু ঝরে ঝরে।
আহা কত মায়া ছিল তার মুখ প্রাণে।।


তার মুখ বুকে আঁকা দেখি সারাক্ষণ
ভুলা যায় না তো তারে রয় সারাক্ষণ।
স্বপ্ন তাই বারে বারে ফিরে আসে প্রাণে।।


রচনা কাল : ১৮/০৩/২০১৮ ইং