বিরহ প্রেমের তরে দিবানিশি জ্বলে
তাই তারা বাঁধে বাসা বেদনার জলে।।
পুরনো সেই মানুষ যদি পাশে আসে
এই প্রাণ কেন জানি শুধু শুধু হাসে।
কান্নায় ভেঙেছে বুক মন যেন বলে।।
তার সেই হাসি মুখ আজ আর নাই
ব্যথায় সে গেছে মরে শুনতে যে পাই।
তার সেই রূপ গুন কোথা গেল চলে ।।
রচনা কাল : ১৮/০৭/২০১৮ ইং