ব্যথা যদি হয় গান পোড়া কলিজায়
সেই গানে চোখ শুধু অশ্রু যে ঝরায়।।


কত গান এই ভবে করে কত খেলা
সূর্য ওঠে নাহি তবু হয় না রে বেলা।
ফুরিয়ে যায় যে পথ দুঃখ তবু রয়।।


গানে আছে কত সুর কত যে বিরহ
ব্যথা ভরা মন জানে আর জানে দেহ।
পোড়া এই বুক জুড়ে দুঃখ শুধু রয়।।


রচনা কাল : ১৮/০২/২০১৮ ইং