ব্যথা দিয়ে হয় যেন হৃদয় গঠন
ঢেউ বুঝি সাগরের করছে যতন।।
প্রেম খেলা মজে ভাল দূরত্ব বাড়লে
তৃপ্তি প্রাণ কষ্ট কথা নিশ্বাসে ছাড়লে।
হারানোর সুর আজ করছে স্মরণ।।
সাদা মেঘ কালো হয়ে ঘুরছে আকাশে
বেদনার সব রঙ উড়ছে বাতাসে।
কোন ক্ষণে এই প্রাণ করতে বরণ।।
আলোকিত সব কিছু লাগছে আঁধার
সুখ তাই এই বুকে নেইতো পাবার।
ভুলে যাবো প্রেম ট্রেম হইলে মরণ।।
রচনা কাল : ২৬/১২/২০১৮ ইং