বেদনার এই পথে আছি কত কাল
বেঁচে আছি কোন মত ছাড়ি নি তো হাল।।


মাঝে মাঝে মনে হয় বাঁচবো না আর
পুড়ে গেছে মন প্রাণ হয়ে ছাড়খার।
যে গাছে বাঁধব বাসা ভাঙে সেই ডাল।।


আশা গুলো ভেঙে যায় স্বপ্ন দূরে যায়
পথহারা হয়ে ঘুরে আসে আঙিনায়।
বাঁচার সাধ আবার জাগে চিরকাল।।


রচনা কাল : ২৫/০৬/২০১৮ ইং