বেদনা ভরা নিশিতে বসি খুটি ঘেষে
দুঃখ দিল যারে আমি গেছি ভালবেসে।।


কত স্মৃতি জাগে প্রাণে নিরুপায় মনে
সেই কথা বলি না ক বসে কারো সনে।
ভালবেসে ছেড়ে গেছে কেন জানি শেষে।।


সুখ ছিল মন জুড়ে রাত মধুময়
কথা বলে সুখে সুখে প্রাণ হত জয়।
প্রেমের সে গান আজ ভাসে স্বপ্ন দেশে।।


রচনা কাল : ১৯-২০/১০/২০১৮ ইন