বেদনা আড়ালে গিয়ে আজো ডেকে যায়
অন্তরে সুখের ঢেউ নাহি দোল খায়।
ভাবতে ভাবতে ক্ষণ হয়ে গেল শেষ
ফুরাবে কখন পথ এই ভিনদেশ।।
কিছুই পাইনি এত ঘুরাঘুরি করে
হাটছি কষ্টের পথ সারা বেলা ভরে।
অনেকে ভাবছে যেন সুখে আছি বেশ।।
হাসির ভেতর আছে বিরহের সুর
বুঝেছে যারাই তারা গেছে ছেড়ে দূর।
তাইতো বুকের মাঝে রয় কষ্ট রেশ।।
রচনা কাল : ২০/০১/২০১৯ ইং