বাড়ি ছেড়ে একবার আসো বন ধারে
মনের জমানো কথা কাঁদে বারে বারে।।


ভুল বুঝে বসে আর থেকো না ক দূরে
সেই ভুল ভেঙে গেলে মন যাবে পুড়ে।
ভুলে ভুলে মিথ্যে হয়ে কত প্রেম হারে।।


ভুলেতে বিশ্বাস ভাঙে লাগে নাহি জোড়া
কিছু প্রেম এভাবেই হয়ে রয় পোড়া।
কাছে আসো কষ্ট বুক সইতে না পারে।।


রচনা কাল : ১৪/১০/২০১৮ ইং