আসমানে জ্বলে চাঁদ ভুবন রাঙায়
মোমবাতি আলোকিত ঘরকে সাজায়।।


তুমি আমি দু'জনায় কঠিন সাধনে
রয়ে যাবো চিরদিন অন্তর বাঁধনে।
প্রেম সুরে মন বাঁশি নিশিতে বাজায়।।


দু'টি মন হবে এক সুখের বাসরে
ডুবে যাবো আধরাতে গল্পের আসরে।
সুখ পাখি তাই উড়ে আসবে বাসায়।।


স্বপ্ন গুলো ভালবেসে সামনে আগাই
সুখ সুখ করে বেশি বেদনা বাড়াই।
সারাক্ষণ অপেক্ষাতে রয়েছি আশায়।।


রচনা কাল : ২৪/১১/২০১৮ ইং