আশা ছিল ভালবাসি বলবে নিরালে
না বললে তরী কেন কিনারে ভিড়ালে ।।
স্বপ্ন দেখাবে শুধুই পূর্ণ করবে না
পড়ে গেলে পথে ঘাটে হাত ধরবে না।
ভুলে যেতে গেলে ডেকে কত যে ফিরালে।।
এ কেমন জ্বালাতন সইতে পারি না
হেরে যেতে গিয়ে কত তবুও হারি না।
মাঝে মাঝে সুখ জলে কেন যে ভিজালে।।
রচনা কাল : ১২/১০/২০১৮ ইং