আশা ছিল বৃষ্টি দিনে মজবো পীরিতে
হেসে যাবো তার বুকে গভীর নিশিতে।।


আষাঢ় শ্রাবণ গেল দুঃখ ছিল মনে
ভাদ্র গেল আশ্বিনেতে দেখা তার সনে।
শেষ রাত্রিতে শাপলা ফুটছে দিঘিতে।।


পূর্ণ হল মন আশা স্বপ্ন ভেঙে গেলে
নীলাকাশ হেসে বলে তবু কিছু পেলে।
এই দিন রেখো তুলে তোমার গীতিতে।।


রচনা কাল : ৩০/০৯/২০১৮ ইং