আম্রবনে পাখি ডাকে তেঁয়াশিয়া গাঁয়
জৈষ্ঠ্য মাসে রাঙা মুখে খোকা ফিরে চায়।।
গাছে গাছে পাখি উড়ে দোলে ছোট ছেলে
হাসি মুখে গাছে খায় পাঁকা আম পেলে।
রৌদ্র মাঝে ঘেমে গিয়ে ঝোঁপ ডালে যায়।।
আম জাম লিচু পেয়ে হাসে শত প্রাণ
গাছ তলে এসে তারা গায় কত গান।
মন মত ফল পেলে গড়াগড়ি খায়।।
রচনা কাল : ২৮/০৫/২০১৮ ইং