আমি যারে বাসি ভাল রূপ কৃষ্ণ কালো
চরিত্র ফুলের মত কতইনা ভাল।।
মন চায় প্রাণ চায় তারে নিয়ে তরী
ভাসায়ে বর্ষার জল দেখি মন ভরি।
সে এলে কদম ফুলে মন মত করে
সাজাতাম ফুল বধূ সারাদিন ভরে।
তারে ভেবে মন আজ যেন আগোছালো।।
ইমু আর মেসেঞ্জারে আসা দেরি হলে
প্রাণ শুধু যায় কেঁদে তার কথা বলে।
দু'টি আঁখি স্বপ্ন দেখে তারে নিয়ে কত
জানি তার ভালবাসা দিবে আছে যত।
সত্য প্রেমে মন তাই এতই এগালো।
রচনা কাল : ২৮/০৭/২০১৮ ইং