আমি তার ছলনার মনটা দেখেছি
তাই আজ বিরহের নদীতে ভেসেছি।।
যারে নিয়ে এত স্বপ্ন দেখেছে নয়ন
সেই যেন পর বুকে করছে শয়ন।
তবে কেন বেঁধে তারে হৃদয়ে রেখেছি।।
পথহারা হয়ে ঘুরি নগর বন্দরে
কারে বলি এত ব্যথা দহন অন্তরে।
এতটুকু সুখ পেতে ডায়েরী এনেছি।।
দেখে আজ স্মৃতি পাতা বুকটা জ্বলছে
তার কিছু মিষ্টি কথা প্রাণটা বলছে।
বেদনার নানা রঙে তাইতো সেজেছি।।
রচনা কাল : ২৪/১২/২০১৮ ইং