আমি মরে গেলে তুমি কান্না নাহি করো
স্মৃতি ভরা পাতা খানি নাহি মেলে ধরো।
ঘর কোণে একা যদি থাকো চুপিসারে
ব্যথা বড় ভালবেসে রবে ধারে ধারে।।


কথা বলো মন খুলে যার তার সাথে
তবে দেখা পাবে সুখ কত মালা গাঁথে।
হৃদয়ের দুঃখ গুলো নাহি যেন বাড়ে।।


যত দিন বেঁচে আছি রবো পাশাপাশি
দেখে যাবো নিরালায় যত দাও হাসি।
প্রেম সুখ দিয়ে দিব ভরে বুকটারে।।


রচনা কাল : ১৯/০১/২০১৯ ইং