আমি হব ভিখারিনী তুমি হবে দাতা
প্রেম দিয়ে দিবে ভরে জীবনের পাতা।
রঙে রঙে যাবে ভরে এই মন প্রাণ
দিবানিশি হাসি মুখে গেয়ে যাবো গান।।
সুখী হব যদি মাথা রাখো বুক পরে
মিষ্টি কথা শুনে মন আনচান করে।
কবে হবে ঘর বাঁধা দিবে প্রেমে মান।।
ধৈর্যহারা হয়ে গেছি এত অপেক্ষায়
পাশাপাশি থেকে কেন বহু দূরে চায়।
হাত ধরো শক্ত করে লক্ষ্মী সোনা চাঁন।।
রচনা কাল : ১১/১২/২০১৮ ইং