আমার সোহাগি হয়ে দূরে সরে যাচ্ছে
মায়ার বাঁধনে বেঁধে কলিজাটা চাচ্ছে।।


একটি কথার মাঝে দুঃখ ঢেলে দিছে
স্বপন দেখিয়ে পরে যেন কেড়ে নিছে।
আঁধারে হতাশ হয়ে মন গান গাচ্ছে।।


দিনের শুরুটা ছিল বড় মধুময়
বিকেল গড়াতে হল কষ্টে প্রাণ ক্ষয়।
নয়ন অশ্রুতে ভেসে ঢেউ যেন খাচ্ছে।।


চেয়েছি আপন করে হতে চায় পর
রেখেছি অন্তরে বলে ভেঙে দিবে ঘর।
ভুলের কারণে মন এত কষ্ট পাচ্ছে।।


রচনা কাল : ২৪/১২/২০১৮ ইং