আমার প্রাণ বন্ধুরে ভুলিবো কেমনে
মিশে আছে প্রাণ বন্ধু এই দু'নয়নে।।
সবখানে তার ছায়া চোখে পড়ে যায়
এ কোন সুরে আমার মন পুড়ে যায়।
কত কথা বুকে আছে বুঝাবো কেমনে।।
ভাল আমায় বেসেরে ভুলে গেছে পরে
কি বা আশায় আমায় ছেড়ে গেছে দূরে।
পাগল মন আমার খোঁজে তার মানে।।
রচনা কাল : ২৫/০১/২০১৮ ইং