আমার পরানে তুমি রবে সারাক্ষণ
কোনদিন ছিঁড়বে না প্রেমের বাঁধন।।
কোনদিন কোন ক্ষণ ভুলবো না আমি
যুগ যুগ এ হৃদয়ে রবে শুধু তুমি।
ভালবাসা চিরকাল হাসাবে ভুবন।।
কখনো তুমিও হায় ভুলনা আমায়
মোরে রেখো সারাক্ষণ তোমার হৃদয়।
ক্ষণে ক্ষণে মিল হবে যেন দুটি মন।।
রচনা কাল : ১৭/০১/২০১৮ ইং