আমার মরণ হলে দুঃখ দিবে কারে
সে দুঃখ তোমার প্রাণে কাঁদবে আঁধারে।।


আমি মারা গেলে বুঝি পাবে অন্য জনা
মানব জনমে আর এমন হবে না।
যারে পাবে দুঃখ দিয়ে কাঁদাবে তোমারে।।


ভেঙে যাবে মন প্রাণ ভেঙে যাবে সব
থেমে যাবে দুঃখ দিলে যেন কলরব।
দুঃখ পেয়ে কয় জনে আসে অন্য ধারে।


রচনা কাল : ০৯/০৬/২০১৮ ইং