আমার কষ্ট কোথাও জানাবো না আর
বুঝে শুনে সবে দেয় ব্যথা বার বার।।
চাইবো না কারো কাছে সেই ভালবাসা
যে ভালবাসা হৃদয়ে নিভে দেয় আশা।
গভীর আঁধারে স্বপ্ন সাজাবো না আর।।
দেখবো না কারো মুখ গভীর মায়ায়
চলবো না ভুলে কভু কারোর ছায়ায়।
বলবো না মন ভেঙে হোক চুরমার।।
রচনা কাল : ২৯/০৬/২০১৮ ইং