আমার জীবনে শুধু রবে অশ্রু হয়ে
ভালবেসে পুড়ে পুড়ে প্রাণ গেছে ক্ষয়ে।।
বুঝলে না মন দেয়া সুখের আশায়
ভাবলে না কিছু তুমি বসে নিরালায়।
আমায় দেখে থাকলে শুধু ভয়ে ভয়ে।।
কি ক্ষতি করেছি বলো কোন একদিন
বলো তুমি মোর কাছে কি বা আছো ঋণ।
মন ভরে গালি দিলে তবু গেছি সয়ে।।
রচনা কাল : ২৪/০৬/২০১৮ ইং