আমার জীবন তুই দিলি শেষ করে
ভাবতে অবাক লাগে ছিলি বুক ভরে।।


ভাসালি নয়ন জলে দিয়ে কিছু সুখ
লুকালি কোথায় গিয়ে দেখি নাহি মুখ।
বুকের পাজর ভেঙে গেলি তুই সরে।।


কিসের আশায় ছেড়ে এত দূরে গেলি
জানতে চাইছে প্রাণ কত সুখ পেলি।
বেদনা আসলে কাছে নাহি যেন ধরে।।


থাকলে অনেক সুখে যাবো আমি হেসে
দূরের মানুষ হব জীবনের শেষে।
রাখবি স্বপন মাঝে যাই যদি মরে।।


রচনা কাল : ১৮/০১/২০১৯ ইং