আমার হলে বুঝব যত সে বুঝায়
পর হতে বুঝালে তো মন মরে যায়।।


মন বলে তারে ছাড়া এ জীবন মিছে
সারাক্ষণ চুপিসারে রই তার পিছে।
কষ্ট পাবো এই ছলে কত গান গায়।।


সেদিন গভীর রাতে মন কে বুঝাই
সে তোর হবে না আর যাবে দূরে তাই।
তুই তারে যারে ভুলে যত কান্না পায় ।।


রচনা কাল : ০৯/০৮/২০১৮ ইং