আমার বন্ধু যখন চলে গেছে দূরে
তার আশায় কেমনে থাকবো এ ঘরে।।
ভালবাসা পুড়ে পুড়ে হয়ে গেছে ছাই
পোড়া মন কারো বুকে পাবে কি গো ঠাই।
দয়ালে কেমন ঘর দিল যে আমারে।।
দুঃখের সাগর আমি পাড়ি দিতে চাই
বেদনার দ্বার আমি ভেঙে দিতে চাই।
স্বপ্ন কেমনে আবার সাজাবো আদরে।।
রচনা কাল : ৩১/০১/২০১৮ ইং