আমার এ ভালবাসা তুমি গেলে ছেড়ে
এই বুকে অগ্ণী ঢেলে দিলে তুমি পুড়ে।।


ভালবেসে অপরাধী কয় জনে হয়
এই পাপ এই ভবে ঠাই নাহি হয়।
তাই তুমি সাধু হয়ে প্রেম দিলে ছেড়ে।।


জানে সারা বিশ্ব ধরা তুমি পুণ্যবতী
ব্যথা দিয়ে মন ভেঙে গাও শুধু গীতি।
আমি আজ সব কিছু যেতে চাই ছেড়ে।।


রচনা কাল : ২৭/০৩/২০১৮ ইং