আকাশের ওই বুকে তারা জ্বলে রয়
আমার সুখের স্বপ্ন তোমার হৃদয়।।
কিছুই চাই না আমি শুধু তুমি ছাড়া
ভাবনার দরজায় শুধু তুমি খাড়া।
ভালবাসা অন্তরের সাধ যে মিটায়।।
উড়ন্ত পাখির মত রুপ গো তোমার
শ্যামলা গ্রামের মুখ যেন গো তোমার।
আমার প্রেমের ফুল ধন্য যেন হয়।।
রচনা কাল : ০৭/০২/২০১৮ ইং