আকাশের চাঁদ যদি মেঘে ঢেকে যায়
জানালার পাশে বসে মন ব্যথা পায়।।


বাঁশবনে ডাকে পাখি সুমধুর সুরে
বাতাসের কাছে শুনি সেই আছে দূরে।
আনমনে একা একা গান গেয়ে যাই
হৃদয়ের মাঝে তবে সুখ খুঁজে পাই।
হারাবার পরে স্মৃতি উঁকি মেরে চায়।।


অন্তরের ভাজে ভাজে শুধু হাহাকার
পৃথিবীতে মনে হয় প্রাণ নাহি আর।
বিরহের এত জ্বালা কার কাছে বলি
ভাঙা মন নিয়ে আর কার সাথে চলি।
স্বপ্ন নিয়ে আজো ভাবি বসে নিরালায়।।


রচনা কাল : ০৩/১১/২০১৮ ইং