আজি চৈত্র শেষ দিনে মন চায় কারে
কাল পহেলা বৈশাখে পাবো কি তাহারে ।।
পুরাতন যত কথা যাবো সব ভুলে
চলে যাবো কূল ছেড়ে অন্য কোন কূলে।
মুছে যাবে সব স্মৃতি যা ব্যথায় ভরা
আসবে বৈশাখ যেন গিয়ে চৈত্র খরা।
আসবে নতুন দিন ধরণীর ধারে।।
শূন্য তুমি পূর্ণ হবে আজ দিন গেলে
মন বলে এ বছরে কিছু নাহি পেলে।
সামনের প্রতি ক্ষণে সুখ তুমি পাবে
মন মত মন যেন তুমি পেয়ে যাবে।
তাই আজ আমি তারে ডাকি বারে বারে।।
রচনা কাল : ১৩/০৪/২০১৮ ইং