আজ যদি দেখা হয়


আজ যদি দেখা হয় তোমার আমার
কাঁদবে দু'টি হৃদয় হয়ে ঝারে ঝার।।


ভালবেসে দু'টি প্রাণ হয়ে গেছে পর
আঁধারে কান্নার ঢেউ তোলে যে অন্তর।
দু'টি মন কভু এক হবে না তো আর।।


ভুবনের সবে খেলে, খেলে বিধাতায়
তোমার আমার সুখ তারা নিয়ে যায়।
ব্যথা দিয়ে কেউ ফিরে দেখে না আবার।।


রচনা কাল : ১৯/০৬/২০১৮ ইং