আজ পূর্ণিমার চাঁদ মেঘে ঢেকে যায়
জীবনে মন আমার সুখ নাহি পায়।।


ঘুমহারা মাঝ রাতে জোনাকিরা আসে
জানালার পাশে তারা কত করে হাসে।
সেই হাসি হতে প্রাণ সুখ নিতে চায়।।


বিরহের গানে মন কষ্টে যায় ভরে
বুঝতে পারি না কিছু প্রাণ কেঁদে মরে।
সে কান্নায় সুখ লাগে কেন জানি গায়।।


রচনা কাল : ২৭/০৯/২০১৮ ইং