আজ দেখা হয়ে ছিল হয় নি তো কথা
সেই দেখা তাই বুকে হল যেন ব্যথা।।


হারানো সে মুখ খানি স্বপ্নে ছিল ভাল
দেখা পেয়ে এই মন হয়ে গেল কালো।
যতনে হৃদয়ে ব্যথা কয় শুধু কথা।।


এমন লাগে নি আগে তাহারে দেখতে
আজ মন সব কিছু পারে যে বুঝতে।
তাই যেন এই মন পায় শুধু ব্যথা।।


রচনা কাল : ২০/০৪/২০১৮ ইং