আঁধারে কে আসে যায় নীরব চরণে
দিবানিশি গান গায় আমার স্মরণে।।
ভালবাসি বলে যায় স্বপ্ন মাঝে এসে
কষ্ট সে যে নিতে চায় মৃদু হেসে হেসে।
কখনো দেখিনি তারে এই দু'নয়নে।।
স্বপ্ন দেখে স্বপ্নে আসে ভালবাসা চায়
বাসর সাজিয়ে বসে থাকে অপেক্ষায়।
গান লেখে মোর নামে কত যে যতনে।।
রচনা কাল : ০৬/০৬/২০১৮ ইং