এ ভুবনে কেন আসা মন তো বোঝে না
পরে কেন যেতে হবে মন তো মানে না ।।


শুণ্য হাতে ভবে এসে দুই দিন থাকা
এর মাঝে স্বপ্ন কত হয়ে যায় আঁকা।
বড় করে ঘর বাড়ি কি লাভ বলোনা।।


কি বা তুমি নিয়ে যাবে এত শ্রম দিয়ে
কি গোছালে চুরি করে, পরকে ঠকিয়ে?
সব ছেড়ে যেতে হবে তুমি কি জাননা ।।


রচনা কাল : ২০/০১/২০১৮ ইং